প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ৯:৪৫:৩৫ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন( মাসুদ) ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি।। ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। উপজেলার মাটিখলা গ্রামে ২ সন্তানের জননী মোছাঃ হনুফা বেগম কে হত্যার,ঘটনা ঘটে। গত ১/৬জুন নিহত হনুফার পিতা মোঃ তৈয়ব আলী শেখ ধোবাউড়া থানায় এসে,নিহত হনুফার স্বামী (১) আব্দুল খালেক( ২) তার ভাসুর মোঃ মোতালেব (৩)তার শ্বশুর নুর ইসলাম কে আসামী করে, ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। জানা যায় যে আট বৎসর পূর্বে হনুফার সাথে রেজিস্ট্রি কাবিন মূলে আব্দুল খালেকের সহিত বিবাহ হয়। হনুফা দুটি সন্তানের জন্মদেয়, হনুফার পিতা বলেন প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক মানসিক নির্যাতন চলতে থাকে,হনুফার উপর, বিভিন্ন সময় যৌতুকের জন্য তার পিতাকে চাপসৃষ্টি করে আসছিল তার স্বামী খালেক ও তার শ্বশুর নুরইসলাম, গত দুইতিন মাস আগে তার পিতার কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবি করে, স্বামী খালেক যদি টাকা না দেয় তবে থাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। গত ৩১/৫মে রাতে তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে আত্ম হত্যা করেছে বলে, ১/৬জুন সকালে নিহতের ভাই কে ফোন করে খবর দেয়, খবর পেয়ে হনুফার পিতা মোঃ তৈয়ব আলী ঘটনাস্থলে এসে থানায় খবর দিলে ওসি আলী আহম্মদ মোল্লা ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,আসামিরা পলাতক থাকে গত ৯/৭জুলাই গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা শেরপুর রোড থেকে ওসি আলী আহম্মদ মোল্লার নির্দেশে এস আই আবুল হাসনাত, এস আই আব্দুল খালেক,এর নেতৃত্বে চৌকস টিম কনস্টেবল সবুজ মিয়া সহ সঙ্গীয় ফোর্সনিয়ে প্রধান আসামী আব্দুল খালেক কে গ্রেফতার করে, ১০/৭জুলাই শুক্রবার তাকে আদালতে ফেরন করে, আসামি আব্দুল খালেক ১৬৪ধারায় দোষশিকার করে সিকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে, বিজ্ঞ আদালত থাকে জেল হাজতে ফেরন করে।বাকি আসামি দের ধরার জন্য অভিযান অব্যহত আছে বলে জানান অভিজ্ঞ ও দক্ষ অফিসার ইনচার্জ আলী আহম্মদ মোল্লা।