• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ পৌর শহরে ক্ষতিগ্রস্থ ৩৮৫টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন মেয়র নাদের বখত

      প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ২:৫৫:০১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।।  বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌর শহরের জলিলপুর ও ফিরিজপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৮৫টি পরিবারের মাঝে মুড়ি,চিড়া,গুড় মোমবাতি,দিয়াশলাই, বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাই ও মোমবাতিসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
    রোববার দুপুর ১২টায় পৌরসভার উদ্যোেেগ ঐ সমস্ত এলাকায় পানিবন্দী মানুষজনের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
    এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল ,পৌর আওযামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,সাবেক পৌর কাউন্সিলর জহুর আলম লিটন,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম,মোঃ বুরহান উদ্দিন,মাইনুদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শহীদুল হক প্রমুখ।
    সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছে গত ২৭ জুন অতি পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সুনামগঞ্জ পৌরসভাসহ সাড়া জেলার নি¤œাঞ্চল তলিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের অক্লান্ত পরিশ্রমে শহরের ২০টি আশ্রয় কেন্দ্রে প্রতিনিয়ত অসহায ও কর্মহীন মানুষদের বাসাবাড়িতে গিয়ে শুকনো খাবার বিতরণ অব্যাহত রাখা হয়েছে।
    কুলেন্দু শেখর দাস
    সুনামগঞ্জ প্রতিনিধি
    ০৫.০৭.২০

    আরও খবর

    Sponsered content