• মৌলভীবাজার

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ১১:৩১:০১ অনলাইন সংস্করণ

    ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:: করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার টিম।

    ইক৩ জুলাই, রোজ শুক্রবার মৌলভীবাজার সদরের ৭নং চাদঁনীঘাট ইউনিয়নের মাতারকাপন গ্রামের মির্জা ফারুক বেগকে, মৌলভীবাজারের সদর হাসপাতালের ডাক্তারগণ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ঘোষনা করলে, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফুল ইসলাম সাহেবের অনুমোদনক্রমে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার দাফন-কাফন সম্পন্ন করে।

    মৌলভীবাজার জেলা টিম প্রধান মাওঃ এহসানুল হক জাকারিয়া, তার টিমের সদস্যদের নিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করেন । দুপুর ২ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত দাফন-কাফন কার্যক্রম চলে।
    ইকরামুল মুসলিমীনের মৌলভীবাজার জেলা শাখার ৯ম দাফন-কাফন। শ্রীমঙ্গল উপজেলায় ৪টি, সদর উপজেলায় আজসহ ২ টি, জুড়ী উপজেলায় ২টি এবং কুলাউড়া উপজেলায় ১ টি কাফন-দাফন করে।

    আরও খবর

    Sponsered content