• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরের সৈয়দপুরে ভারতীয় ৬৩ হাজার নাছির বিড়ি জব্দ

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০১৯ , ১:৫৭:৩৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃ  সরকারি ভাবে আমদানী নিষিদ্ধকৃত ভারতীয় ৬৩ হাজার ছেখ নাছিরুদ্দিন বিড়ি জব্দ করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

    থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এস আই অনিক দেবের নেতৃত্বে এস আই রাজিব রহমান, এ এস আই শিবলু মজুমদার, কনেস্টবল ইকবাল হোসাইন, রাসেল হোসেন সহ একদল পুলিশ ২৭ শে নভেম্বর রোজ বুধবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন এর সৈয়দপুর (আগুনকোনা) গ্রাম নিবাসী সৈয়দ জহুর উদ্দিনের ছেলে সৈয়দ হাসনুর এর বসতঘর থেকে চোরাই পথে অবৈধ ভাবে আসা আমদানী নিষিদ্ধ ভারতীয় ৬৩ হাজার ছেখ নাছিরুদ্দিন ১৪নং বিড়ি জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ হাসনুর পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এর আগেও এই বাড়ী থেকে র‌্যাবের একটি দল ভারতীয় বিড়ি সহ একজনকে আটক করেছিল।
    ভারতীয় অবৈধ নাছির বিড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনিক দেব বলেন, এব্যাপারে তিনি নিজে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন। বিড়ির মালিক হাসানুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আরও খবর

    Sponsered content