সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ এর কবিতা
আত্মার বন্ধন
একান্ত ব্যক্তিগত মতামত
আশা করি হবেন সহমত।
উচ্চ শিক্ষিতরা করে ছুরিকাঘাত,
গরীবেরা করে পেটের জন্য ব্যাঘাত।
সমাজে কিভাবে আসবে শান্তির বাতাস,
উচ্চ শিক্ষিতরা মিলে করে গ্রাস।
গরীব ব্যস্ত থাকে পেটের জোগারে,
বিত্তশালী থাকে ধান্দায় ধন সঞ্চয়ের।
সমাজে আসিবে কখনও মনের মিলন,
হিংসা বিদ্বেষ দূরবিত হলে ঘটিবে ফলন।
সমাজে কাউকে কেউ করে নাহি বিশ্বাস,
বিনিময় ছাড়া কেউ নাহি ফেলে নিশ্বাস।
একে অন্যের যদি না হয় আত্মার বন্ধন,
তাহলে হবেনাকো মায়ার বাঁধন।
এই দেশ আমার মা ও মাটি,
অন্তরে লালন করলে হবে সোনার চেয়েও খাটি।
নিজের ছেলে মেয়েকে যেভাবে ভাবি,
এই দেশেরও রয়েছে তোমার উপর দাবী।
গুণীজন হতে হলে এ সমাজে,
ত্যাগ স্বীকার করে দেখাতে হবে সবার মাঝে।
জীবনে এগুতে হলে অতীতকে স্মরন করহে,
তখনই জীবনে দ্বার উম্মোচন হবেযে।
লেকখঃ কাজী ও সাংবাদিক।