প্রতিনিধি ২৮ নভেম্বর ২০১৯ , ৯:১১:৪৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পাড়ারগাঁও গ্রামে আলহাজ্ব রফিক মিয়া প্রাথমিক বিদ্যালয় ও আমিনা বেগম মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল এর নির্মাণ কাজ চলিতেছে।
“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষাই জাতির মেরুদণ্ড ও স্বাস্থ্যই সুখের মূল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রাম নিবাসী সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ তেরাব আলী সাহেবের সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর আলহাজ্ব মোঃ রফিক মিয়া নিজস্ব অর্থায়নে নিজ ভূমিতে নিজ গ্রাম পাড়ারগাঁও গ্রামের দক্ষিণ পার্শ্বে নিরিবিলি ও প্রাকৃতিক মনোরম পরিবেশে শিশু -কিশোরদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে “আলহাজ্ব রফিক মিয়া প্রাথমিক বিদ্যালয়” নামক শিক্ষা প্রতিষ্ঠান ও সহায় সম্বলহীন জনগন তথা সর্বস্তরের জনসাধারণের সু-স্বাস্থ্য নিশ্চিত করণের লক্ষে তাঁহার সহধর্মিণী মোছাঃ আমিনা বেগম এর নামে নাম করন করে” আমিআমিনা বেগম মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল ” নামক স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করছেন। গত ১৫ ই নভেম্বর রোজ শুক্রবার থেকে এই দুই প্রতিষ্ঠান এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রতিষ্ঠান এর নির্মাণ কাজের উদ্ভোদনী সময়ে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী রঙ্গুম আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান, পাড়ারগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ ইউনূছ মিয়া, মোঃ আব্দুল হক ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ কামরুজ্জামান কমরু মিয়া সহ গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আলহাজ্ব মোঃ রফিক মিয়া গ্রামবাসী তথা এলাকাবাসী সহ সর্বস্তরের জনসাধারণের দোয়া -ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।