প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৮:৫৪:২৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃকুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়া জগন্নাথপুরে ফেরী পারাপার বন্ধ হয়ে পড়েছে। ফেরী পারাপার সচল করতে বেইলী সেতুর সংস্থার কাজ চলছে।
পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর উত্তর প্রান্তে বেইলি সেতু পানির নীচে তলিয়ে গেছে। এতে এই পথে চলাচলকারীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
আজ রবিবার দুপুরে(২৮শে জুন) সরেজমিনে দেখা যায়, থেমে থেমে ভারী বর্ষন আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ী ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর ওপর চলাচলকারী ফেরীতে যানবাহন ও পথচারীদের উঠার দক্ষিণ পাড়ের বেইলী সেতু পানির নীচে তলিয়ে গেছে। যার ফলে এই সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং ফেরী চলাচল বন্ধ রয়েছে। ফেরী পারাপার সচল করতে বেইলী সেতু সংস্থার এর কাজ চলছে। আজ সন্ধ্যা নাগাদ ফেরী পারাপার সচল হতে পারে বলে জানা গেছে।
ফেরী পারাপার এর দায়িত্বে থাকা রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায় বলেন, সংস্কার কাজের জন্য সারাদিন ফেরি পারাপার বন্ধ থাকবে।আশাবাদী সন্ধ্যার দিকে ফেরী চলাচল স্বাভাবিক হবে। এ সড়ক দিয়ে যাতায়াতকারীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।