• আন্তর্জাতিক

    পাকিস্তানের জন্য শক্তিশালী যু’দ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ৮:৪৬:৫২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ-
    পাকিস্তানের নৌবাহিনীর জন্য শক্তিশালী যু’দ্ধজাহাজ বানানো শুরু করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন। খবর ইয়েনি শাফাকের।
    অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্বের যে দশটি দেশ জাহাজ নির্মাণ শিল্পে খুবই উন্নত তার মধ্যে তুরস্ক একটি। ওই অনুষ্ঠানে তুরস্কের নৌবাহিনীর জন্য টিসিজি কিনালিয়াদা নামে একটি জাহাজের উদ্বোধন করা হয়। জাহাজটি এখন থেকে তুর্কি নৌ বাহিনীতে যুক্ত থাকবে।
    ২০১৮ সালে তুরস্কের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী ৪টি জাহাজ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। এরদোগান বলেন, বন্ধুপ্রতিম পাকিস্তানের জন্য যে জাহাজ নির্মাণ শুরু হলো তা থেকে দেশটি উপকৃত হবে।
    কাশ্মীর নিয়ে উ’ত্তে’জ’নার দেখা দিলে তুরস্ক সরকার ইসলামাবাদের পক্ষ নেয়। এ ছাড়া জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে কাশ্মীরিদের নি’র্যা’ত’নের বিষয়টি বিশ্বনেতাদের সামনে উত্থাপন করেন এরদোগান। এরপর পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান।
    সূত্র: আদালু ও ইয়েনি শাফাক

    আরও খবর

    Sponsered content