• মৌলভীবাজার

    হাজিপুর ইউনিয়নের বালিয়া গ্রামের রাস্তার লাজুক অবস্থা

      প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৫:৪৭:৪২ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি::শুকনো মৌসুম কিংবা বর্ষা,রাস্তায় প্রায় আধ কিলোমিটার অংশ জুড়ে সারা বছরই থাকে কাদা।কাদা আবৃত থাকা এই রাস্তাটি বর্ষা মৌসুমে আরও ভয়াবহ আকার ধারন করায় জনদুর্ভোগ আরও বেড়েছে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বালিয়া গ্রামের এই রাস্তার বেহাল দশা দেখার যেন কেউ নেই।অথচ এই রাস্তা দিয়ে বালিয়া গ্রামের প্রায় ৪০০/৫০০ মানুষের প্রতিদিন স্থানীয় পীরেরবাজার সহ থানা শহরে যাতায়াত করে।
    অন্যদিকে গ্রামে চাষকৃত সবজি,মাছ স্থানীয় বাজারে বিক্রি করতে এই রাস্তাটির উপর নির্ভর করতে হয়।পার্শ্ববর্তী বালিয়া মাদ্রাসা ও মসজিদে শতাধিক শিক্ষার্থীর যাতায়াত করে থাকে।বর্তমানে বৃষ্টির দরুন কাদামাটি ভয়াবহ আকার ধারন করায় এই রাস্তাটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়েছে।
    স্থানীয়রা জানান,জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে তারা এই রাস্তাটি পাকাকরন অথবা কমপক্ষে ইটসলিং এর দাবি জানিয়ে আসছেন।কিন্তু গ্রামের একমাত্র রাস্তাটি পাকাকরণ অথবা ইটসলিং এর দাবি এখনও আলোর মুখ দেখেনি।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা জুড়ে কাদা থাকায় সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না। বিকল্প রাস্তা না থাকায় এই রাস্তা দিয়ে গবাদিপশু বিচরণ দুঃসাধ্য হয়ে পড়েছে। স্থানীয়রা ঝুঁকি নিয়ে চলাচল করছেন,এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
    এ ব্যাপারে গ্রামের কামরুল রাজ জানান বর্ষা মৌসুমে এই রাস্তাটি সম্পূর্ণ অনুপযোগী হয়ে এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে না এতে পাঠদান ব্যাহত হচ্ছে

    এ বিষয়ে জানতে চাইলে হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান গত অর্থবছরে কিছু কাজ তিনি করেছেন এবং সাবেক সংসদ সদস্যকে চিঠি দিয়েছেন এবং বর্তমান সংসদ সদস্যকে ও চিঠি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই মাননীয় সংসদ সদস্য রাস্তাটি পাকাকরনের ব্যবস্থা গ্রহন করবেন।

    আরও খবর

    Sponsered content