প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৫:৩২:৩১ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি::
নয়টি জেলায় ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন নতুন জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করা হয়েছে। এতে মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়
মীর নাহিদ আহসানকে। মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক হয়েছেন। মীর নাহিদ আহসান এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে ছিলেন। তিনি এখন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
সরকারের উপ-সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলামকে ঢাকার ডিসি হিসেবে বদলি করা হয়েছে এবং মেহেরপুরের ডিসি মো. আতাউল গনিকে টাঙ্গাইলে পাঠানো হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নযন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক, রাজশাহীর ডিসি মো. হামিদুল হককে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ও বগুড়ার ডিসি ফয়েজ আহমেদকে বাংলাদেশ রফতানি প্রক্রিযাকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য নিয়োগ দেয়া হয়েছে এবং ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব এবং নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাসকে কৃষি মন্ত্রণালযরে যুগ্মসচিব করা হয়েছে।
ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলি দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক তদারকি করে থাকেন।