প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৮:১৮:৫৫ অনলাইন সংস্করণ
গাজী আসাদুজ্জামান রাকিব বরিশাল, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেলেছন রাস্তাঘাট উন্নয়ন করে গ্রামকে শহর কেন্দ্রিক করা হবে। বাকেরগঞ্জ উপজেলা বরিশাল জেলার একটি অন্যতম উপজেলা, বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বাহিরের অনেক রাস্তাঘাট খারাপ রয়েছে তার মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা গ্রামে পূর্ব কৃষ্ণকাঠী গ্রাম সংলগ্ন দুধলমৌ গ্রামে মরহুম আব্দুস সত্তার বিশ্বাসের বাড়ির পশ্চিম পাশে খালের পশ্চিম পাড় থেকে সাংবাদিক গাজী আনোয়ার হোসেনের বাড়ির সামনে দিয়ে কালু মেম্বার বাড়ী পর্যন্ত এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি পূর্ব কৃষ্ণকাঠী গ্রামের জন সাধারনের অতীব জরুরী প্রয়োজনীয় একটি রাস্তা এই রাস্তাটি প্রায় ৪০ বছর ধরে অবহেলিত গত দুই বছর আগে বর্তমান চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ খান মাটির কাজ করান তাও দুই বছরের মধ্যে আবার খারাপ অবস্থা হয়েছে। এই রাস্তাটি বর্তমানে বর্ষাকালে হাটু সমান কাঁদা কোথাও বা খানা খন্দ রয়েছে। এই রাস্তা দিয়ে চলাচলে এলাকার মানুষের জনদুভোর্গ রয়েছে। এই রাস্তার সংযোগে রয়েছে স্কুল কলেজ ও মাদ্রাসা। স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কষ্ট হয়। তাছাড়া এলাকায় কোন গর্ভবতী মাকে ডেলিভাড়ীর জন্য কোন হাসপাতালে নেয়ার বা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে না। চিকিৎসা বিহীন এলাকার অনেক রোগী মারা যায়। এবিষয়ে এলাকার চেয়ারম্যান এর সাথে আলাপ করলে তিনি বার বার আশ্বাস দেন রাস্তার কাজ হবে কিন্তু এলাকার জনসাধারনের দুর্ভোগ শেষ হচ্ছে না। তাই এলাকার জন সাধারনের দাবী রাস্তাটি যাতে পাঁকা করন করা হয় এজন্য জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ও তার স্থানীয় প্রশাসনের কাজে তথা স্থানীয় এমপি ও মেয়র মহোদয়ের এমনকি ইউনিয়ন চেয়াম্যানের কাছে দাবী রহিল। অতিসত্ত্বর যাতে রাস্তাটি পাঁকা করন করা হয়।