• দুর্ঘটনা

    দিরাইয়ে বিদ্যুতের খুঠির তারে সাথে জড়িয়ে ১টি গরুর মৃত্যু, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে জনমনে শংকা

      প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৭:০৬:১২ অনলাইন সংস্করণ

    মুহিবুর রহমান দিরাই থেকে।। ঘটনাটি ঘটেছে,সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বদলপুর গ্রামে সরেজমিনে গিয়ে জানাযায়,২৬ জুলাই রোজ শুক্রবার বদলপুর গ্রামের মোঃ নাঈম মিয়ার গরু ২টি বিকাল ৪টার দিকে মাঠ থেকে বাড়ী পিরার পথে বদলপুর গ্রামের রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঠির টানা তারের সাথে জড়িয়ে মৃত্যু বরণ করে।২টি গরু খুঠির সাথে লেগে গেলেও ১টি গরু কোন ভাবে বেঁচে যায় ১টি গঠনা স্থানে মারা যায় ! জানা যায় অনেক দিন যাবত বিদ্যুতের লাইন খারাপ আবস্থায় চলতেছে ! বিদ্যুতের খুঠির মধ্যে কারেন্ট চলে আসে প্রায় ৪ মাস আগে বিদ্যুতের খোঁটি আনা হলে ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের অবহেলায় এখনও খোঁটি লাগানো হয়নি খুঠির মধ্যে কারেন্ট চলে আসা এমন অবস্থায় যে কোন সময় বড় ধরনের বিপদ হতে পারে তারপরও অবহেলায় ফেলে রাখা হয়েছে বদলপুর গ্রামের বৈদ্যুতিক লাইন এমন অবস্তায় আতংকে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।বিদ্যুৎ বিভাগকে বার বার বলার পরেও কর্ণপাত না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। ভুক্তভুগী মোঃ নাঈম মিয়া বলেন গরুটির দাম বর্তমান বাজারে প্রায় ৩০ হাজার টাকা হবে বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content