• সারাদেশ

    ভালবাসা—কাজী জমিরুল ইসলাম মমতাজ

      প্রতিনিধি ২৩ জুন ২০২০ , ৮:১২:২৮ অনলাইন সংস্করণ

    ভালবাসার প্রকার বুঝা বড় দায়,
    কারো চাউনীতে ভাবায়,
    আবার ভালবাসার আকৃতিতেও কাদাঁয়।
    ভালবাসায় কারো জীবন সাজায়,
    আবার ভালবাসায় কারো জীবনও নাচায়,
    কিন্তু দেখা যায় ভালবাসায় কারো জীবন হাপাঁয়।
    ভালবাসা বাসিতে কি যে বুঝায়,
    তবে ভালবাসাতে খুবই মধুর দেখায়,
    জানেন কি? ভালবাসা আসলে উদাসী বানায়।
    ভালবাসা স্বার্থের কাছে আটকায়,
    তবে ভালবাসা পুড়িয়ে গেলে নাক ছিটকায়,
    অধিকাংশ ভালবাসা আসলে স্বার্থের কাছে ঠকায়।
    লেখকঃ কাজী ও সাংবাদিক।

    আরও খবর

    Sponsered content