প্রতিনিধি ২২ জুন ২০২০ , ২:৩৪:১২ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি:- করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতে দেশে রেড জোন ঘোষিত ১০টি জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ জুন) দিবাগত রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জন প্রশাসন মন্ত্রণালয়।
১০টি জেলার মধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৩টি এলাকা। গত ১৪ জুন রেড জোনে ঘোষিত এলাকাগুলো হলো কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুরা রোড ও মনসুর এলাকা।
প্রজ্ঞাপনে বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে।
ঘোষিত এসব এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত ও অত্র এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।
জরুরি পরিসেবা এ সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
কুলাউড়া স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার (২২ জুন) পর্যন্ত কুলাউড়া উপজেলায় মোট ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২২ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।