প্রতিনিধি ২১ জুন ২০২০ , ১২:১১:০৬ অনলাইন সংস্করণ
বদরুজ্জামান শিপন, হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আরও ৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৬ জনে দাঁড়িয়েছে। আজ, রবিবার (২১জুন) দুপুরে আসা রির্পোটে তাদের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন। নতুন ৪ জন করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আবুল খায়ের,উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রায়েলা খানম,উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক পলাশ দাশ ও ঔষধ কোম্পানির প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৪৭২টি। আজ নতুন ৪ জন সহ সর্বমোট ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৪৩৬ টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত ০৪ জনকে নিজের বাসায় আইসুলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন সুস্থ হয়ে ওঠেছেন, তাদের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, গত তিনদিনে প্রায় ০৪ জন উপজেলা পরিষদের কর্মচার্রী করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার আহবান জানান।