• সভা/সেমিনার

    ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাদের প্রশিক্ষণ

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০১৯ , ১২:১১:৩০ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁওয়ে জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের নিয়ে কেয়ার গ্রæপ মডেল বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মসূচী পালিত হয়েছে।

    ওয়ার্ল্ড ভিশিন ঠাকুরগাঁওয়ের আয়োজনে গতকাল বুধবার দুপুরে ইএসডিও’র হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

    এনরিচ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার অসীম চ্যাটার্জীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিভিল সার্জেন ডা. মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল , সহকারী উপ পরিচালক ডা. নসিমা আক্তার জাহান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. আজিজ চপল ।

    এ প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁওয়ের জেলা ও উপজেলার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলার ৫৩ টি ইউনিয়নে মা ও শিশু মৃত্যুহার হ্রাস করন ও নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

    আরও খবর

    Sponsered content