প্রতিনিধি ১৬ জুন ২০২০ , ২:০৫:৩২ অনলাইন সংস্করণ
ময়মনসিংহ ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন (মাসুদ)।। ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দৈনিক অবজারভার পত্রিকার ধোবাউড়া উপজেলা প্রতিনিধি,প্রবীণ সাংবাদিক সিরাজুল ইসলাম, হৃদরোগে আক্রান্ত হয়ে, আজ ১৬ই জুন মঙ্গলবার ভোর সাড়ে পাচঁ টায় ময়মনসিংহের নেক্সাস হাসপাতাল প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন। গতকাল রাত ১০টার সময় হৃদরোগে আক্রান্ত হলে, ময়মনসিংহ শহরে নেক্সাস হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায়,মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ( ৫৪) তিনি তিন সন্তান স্ত্রী রেখে গেছেন,তিনার জানাজার নামাজ আজ বিকেল ছয় ঘটিকার সময় ধোবাউড়া দারুলউলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ধোবাউড়া কেন্দ্রীয় গুরুস্তানে দাপন,করা হবে বলে জানিয়েছেন তার পরিবার। তার মৃত্যুতে ধোবাউড়া সাংবাদিক ঐক্য ফোরাম গভীর শোক প্রকাশ করেছেন। শোক সপ্তপরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস (বাবুল)জেলা পরিষদের মেম্বার ডাক্তার আসাদুজ্জামান আকন্দ (সাগর) উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন (সোহাগ) ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর (হাবিব) উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল মতিন( মাসুদ) প্রমূখ।