• ক‌্যাম্পাস

    ছাত্রলীগ নেতা লিমন জামালগঞ্জের মেধাবী ছাত্রী স্নিগ্ধা চক্রবর্তী পূর্নার কলেজে ভর্তির দায়িত্ব নিলেন

      প্রতিনিধি ১৪ জুন ২০২০ , ৩:৪৯:৪৭ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধি।।  ২০২০ সনের এস এস সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ (১১৫৭) পেয়ে পাশ করেন জামালগঞ্জ বালিকা বিদ্যালয় এর মেধাবী ছাত্রী স্নিগ্ধা চক্রবর্তী পূর্না। অনলাইন নিউজে জানা যায় আর্থিক সমস্যার কারনে তার পড়ালেখা করা সম্ভব হচ্ছে না। দিরাই সরকারী কলেজ এর সাবেক সাধারণসম্পাদক উপজেলা ছাত্রলীগ নেতা মান্না তালুকদার লিমন তৎক্ষনাৎ যোগাযোগ করেন পূর্নার অভিবাবক পিতা বাবু স্বপন চক্রবর্তী ও জামালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভিধান ভুষন চক্রবত্তী এর সাথে বিস্তারিত জানার পর লিমন তালুকদার পূর্নার কলেজ এ ভর্তির দায়িত্ব নেন এবং দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা টিটু চন্দ্র পূর্নার বই প্রদানের কথা বলেন। করোনা পরিস্থিতি কারনে মোবাইলে ফোনে সব ব্যাবস্থা করেন তারা।
    উনারা দাতা গনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এভাবে এগিয়ে আসলে পূর্না ভবিষ্যৎ এদেশের বড় কিছু হবে আশাবাদী তারা।পরিশেষে মান্না তালুকদার লিমন ও টিটু চন্দ্র পূর্নার উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। এসময় স্নিগ্ধা চক্রবর্তী পূর্না বলেন সে বড় হয়ে দেশের সেবা করতে চায়।

    0Shares

    আরও খবর

    Sponsered content