• শোক সংবাদ

    সাংবাদিক শামস শামীমের মায়ের মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শোক

      প্রতিনিধি ১৪ জুন ২০২০ , ২:৫৩:৪৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সম্মানিত সদস্য ও নির্বাচন কমিশনার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক কালের কণ্ঠ ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি , সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শামস শামিমের আম্মা এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

    এক বিবৃতিতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

    আরো শোক জানিয়েছে সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রচার প্রকাশনা সম্পাদক মুশাইদ রাহাত, সাংস্কৃতি-ক্রীড়া ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রোজেল আহমদ, কার্য নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পীর, ঝুনু চৌধুরী, অরুণ চক্রবর্তী, হিমাদ্রী শেখর ভদ্র,  সহ সম্মানিত সদস্য আবেদ মাহমুদ চৌধুরী, আল-হেলাল, মাসুক মিয়া, সেলিম আহমদ তালুকদার, শামস শামীম, মাহমুদুর রহমান তারেক, সাহাবুদ্দিন আহমেদ, শামসুল কাদির মিছবাহ, মো. জসিম উদ্দিন, একে কুদরত পাশা, আশিকুর রহমান পীর, রাজন মাহবুব, শহীদনুর আহমেদ, বিপ্লব রায়, আব্দুল কাইয়ুম, জাহাঙ্গির আলম, আমিনুল হক, ফোয়দ মনি, হাসান চৌধুরী, দেওয়ান তসদ্দুক রাজা ইমন, কর্ণ বাবু দাস।

    নেতৃবৃন্দ বলেন, ….. একজন সজ্জন ব্যক্তি ছিলেন। সদাহাস্যোজ্জ্বল মানুষটি যে কাউকে খুব সহজেই আপন করে নিতেন। অত্যন্ত উদার মনের প্রাণবান্ত মানুষ ছিলেন। অনেক অসহায়ের ভরসারস্থল ছিলেন তিনি। তিনি তাঁর কর্মের মাধ্যমে সুনামগঞ্জবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়।

    উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (১৪ জুন) বেলা আড়াইটা নিজ বাসবভনে মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আরও খবর

    Sponsered content