প্রতিনিধি ১২ জুন ২০২০ , ৪:৪৯:৫১ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের ৬নং সদর ইউপির গোসাইনপুর গ্রামের রাস্তার অবস্থা বেহাল হওয়ায় সোসাল মিডিয়ায় পোষ্ট দেন এলাকার যুবক সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এবং দয়ামীর ডিগ্রী কলেজের (প্রভাষক) আফসার উদ্দিন আহমেদ চৌধুরী । আজ বিকাল ৪টার সময় রাস্তাটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে পরিদর্শন করেন । পরে গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তায় এক সাধারণ সভার আয়োজন করেন এলাকাবাসী ।
এসময় এলাকাবাসী তাদের বক্তব্যে জানান এই এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম এই রাস্তাটি । তাছাড়া এই রাস্তা গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় স্কুলে আসা বন্ধ করে দেয় ছাত্রছাত্রীরা।
এলাকাবাসী অতিষ্ঠ হয়ে জানান দীর্ঘদিন থেকে রাস্তাটির বেহালদশা গোসাইনপুর প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াত সহ কানাইঘাট উপজেলার যোগাযোগ মাধ্যম রাস্তাটি। ৬নং সদর ইউপি’র চেয়ারম্যান মামুন রশিদ উক্ত রাস্তাটি সংস্কার করার করে দেওয়ার কথা থাকলে ও তিনি বাজেট নেই কাজ করাতে পারবেন না বলে অস্বীকার করেন । ফলে ঐ
রাস্তা দিয়ে মানুষের যাতায়াতের এক মাত্র মাধ্যম হিসেবে রাস্তাটি অকেজো হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আফসার উদ্দিন আহমেদ চৌধুরী তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ঐ রাস্তাটি মেরামতের জন্যে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং এলাকাবাসীকে আস্বস্ত করেন আগামীতে রাস্তাটি উন্নয়েনের জন্য তিনি তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
এই বিষয়ে ৬নং সদর ইইউপির চেয়ারম্যান মামুন রশিদের সাথে আলাপ করতে চাইলে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে ও তিনি কল উঠান নি।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক আহমেদুল কবীর মান্না, ৬নং সদর ইউপির আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান মোজাহিদ , সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হুসেন, গুসাইনপুর জামে মসজিদের মুতওয়াললী জনাব মো: আবদুল্লা, এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব ইলিয়াছুর রহমান(ইলাই), গুসাইনপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জনাব মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, ইউনিয়ন সেচচসেবক লীগের সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক মো: হাসনাত, ছাত্রলীগ নেতা কামরান আহমেদ, শফি আহমদ মাসুদ, যুবনেতা তারেক আজিজ, কবির, হামিদুর রহমান, মাহফুজ আহমদ,আম্বিয়া আহমদ, এম এ রায়হান প্রমুখ ।