• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে ৬৮জন গ্রাম পুলিশদের মাঝে পিপিই বিতরণ

      প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৯:৪১:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের ৮টি ইউনিয়ন পরিষদ এর ৬৮ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে পিপিই, সেফটি গগলস ও মাক্স বিতরণ করা হয়েছে।

    মরনব্যাধী করোনাভাইরাস পরিস্থিতিতে মাঠে কাজ করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষ হতে গ্রাম পুলিশদের পিপিই প্রদান উপলক্ষে আজ রবিবার (৭ ই জুন) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর রাধারমণ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে পিপিই প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠান এর প্রধান অতিথি উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বাবু বিজন কুমার দেব। উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ,পাইলগাঁও ইউনিয়ন পরিষদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ, আশারকান্দি ইউনিয়ন পরিষদ, সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়ন পরিষদ, মিরপুর ইউনিয়ন পরিষদ ও পাটলী ইউনিয়ন পরিষদ ৬৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পিপিই, মাক্স ও সেফটি গগলস বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এস আই মনিরুজ্জামান, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব সামছুল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

    আরও খবর

    Sponsered content