• মুক্ত কলাম

    ধৈর্য্যের মাঝেই জীবনের জয় — কাজী জমিরুল ইসলাম মমতাজ

      প্রতিনিধি ৩০ মে ২০২০ , ৭:৩৫:২৫ অনলাইন সংস্করণ

    কাজী জমিরুল ইসলাম মমতাজ

    মানুষের জীবনে চাওয়ার শেষ নয়,
    বাচার জন্য জীবনের সাথে যোদ্ধা হয়,
    জীবন বাজি রেখে জীবনে লড়তে হয়।
    সততার সাথে জীবন চালাতে রয়,
    জীবনকে নষ্ট করতে মানুষের চেষ্টাময়,
    সততায় মানুষকে গন্তব্যে পৌঁছাতে জীবন করে জয়।
    মানুষ মানুষকে বিপদগামী করতে দ্বিধাবোধ নয়,
    ক্রোধকে সংযত করে জীবন আগাতে হয়,
    মজলুমকে আল্লাহর দয়াতে দান করেন উচ্চ মর্যাদাময়।
    ঘাত প্রতিঘাত আসবেই ধৈর্য্য ধরতে হয়,
    ধৈর্য্যের মাঝেই জীবনের শান্তি নিহীত রয়,
    কাউকে আঘাত করলেই অশান্তি বিরাজময়।
    এই ধরাধামে কাউকে হেয় করতে নয়,
    আল্লাহই ভাল জানেন কে কখন কেমন হয়,
    আল্লাহর সৃষ্টিকুলকে ভালোবেসেই আল্লাহকে পেতে হয়।
    লেখকঃ কাজী ও সাংবাদিক।

    আরও খবর

    Sponsered content