প্রতিনিধি ২৭ মে ২০২০ , ১০:১১:২৫ অনলাইন সংস্করণ
মোঃ ঈদু খাঁন, নেত্রকোনা প্রতিনিধি।। করোনাকে জয় করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম ও থানার ওসি মো. রাশেদুজ্জামান।
বুধবার দুপুরে তাদের করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ বলে জানান নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান।
গত ১১ মে ইউএনও, ওসি এবং তিন স্বাস্থ্যকর্মীসহ কেন্দুয়ায় ছয়জন, বারহাট্টায় তিনজন, আটপাড়ায় একজন ও মদনে একজনসহ ১১ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল জেলায় প্রথম দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট ২১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮৬ জন।
মঙ্গলবার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় নমুনা পাঠানো হয় তিন হাজার ২৭২ জনের, ফল পাওয়া গেছে তিন হাজার ১৪৯ জনের।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, আমি বুধবার দুপুরে খবর পেয়েছি নমুনা পরীক্ষার ফলে আমার নেগেটিভ এসেছে। এর একদিন আগের পরীক্ষায় নেগেটিভ এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার।
তিনি আরও বলেন, হালকা কাশি ও হালকা গলা ব্যথা, পেটের সমস্যা ছাড়া আমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তেমন কোনো উপসর্গ ছিল না। ময়মনসিংহ ল্যাবে পরপর দুবার তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত না হওয়ায় আমাদের ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি মো. রাশেদুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, ফলমূল, ভিটামিন সি ও বি কমপ্লেক্সে জাতীয় ওষুধ খাওয়া, পরিবার পরিজন আর শুভানুধ্যায়ীদের অনুপ্ররেণায় এবং ভালোবাসায় আমি করোনাকে জয় করতে পেরেছি।
করোনায় কোনো ভয় বা গুজবে কান না দেয়ার আহ্বান জানান ইউএনও ও ওসি। মনোবল শক্ত করে নিয়ম মেনে চললে সহজেই করোনা জয় করা যায় বলেও জানান করোনাজয়ী দুই কর্মকর্তা।
সার্বক্ষণিক যোগাযোগ রেখে বিভিন্ন রকম সহযোগিতা করায় তারা নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার আকবর আলী মুনসীর প্রতি কৃতজ্ঞতা জানান।