• করোনা ভাইরাস নিউজ

    দিরাই’য়ে ফেইসবুক গ্রুপের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ৩য় দফা ঈদ উপহার সামগ্রী বিতরন

      প্রতিনিধি ২১ মে ২০২০ , ১:৪১:৫৫ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধি।। করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই ফেইসবুক গ্রুপ দিরাই এর সৌজন্য অসহায় কর্মহীন মানুষের জন্য ঈদ সামগ্রী উপহার  বিতরন করা হয়েছে।
    দিরাই পৌরসভা ও আশপাশের এলাকার ৫০টি পরিবার এ “করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই ফেইসবুক গ্রুপ দিরাই এর পক্ষ থেকে ১ পিছ সেমাই, ১প্যাকেট দুধ ও চিনি প্রদান করা হয়েছে বিভিন্ন সমাজসেবক ও মনবতার প্রেমিকদের অর্থয়ানে। যাদের আর্থিক সহায়তা তারা হলেন সমাজসেবীকা চিত্রালী পুরুষ্কাস্থ,,দৈনিক ভাঠিবাংলা প্রত্রিকার উপদেষ্টা এনামুল হক এনাম, দিরাই রক্তদাতা সংঘ সহ সভাপতি দেবাংশু মিত্র, দিরাই বাজার এর ব্যাবসায়ী শাহীন রেজা, দিরাই রক্তাদাতা সংঘ এর সাধারন সম্পাদক শিপলু রায়। এসময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সচেতন থেকে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের এডমিন ও দিরাই রক্তদাতা ও সেচ্চাসেবী সংঘ এর সাধারন সম্পাদক শিপলু রায়,,কৃষ্ণ সরকার। ফেইসবুক গ্রুপ এডমিন শিপলু রায় সকল দাতাগনের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন আপনাদের সহযোগিতা ও সহানুভূতি অব্যাহত রাখলে আমরা সামনে আরো ভালো কাজ করার সুযোগ পাবো।

    0Shares

    আরও খবর

    Sponsered content