• লিড

    আগুন লেগে ১০টি গরু পুরে যাওয়া কৃষকের পাশে দিরাই আ’লীগ নেতা একরার হোসেন

      প্রতিনিধি ২০ মে ২০২০ , ৩:০২:০৪ অনলাইন সংস্করণ

    জাহাঙ্গীর চৌধুরী রিফাতঃ দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ারপাড় গ্রামের তসকির মিয়ার গোয়াল ঘরে আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হয়ে পড়েছেন তসকির মিয়া,১০ টি গরু ১ ছাগল সহ অনেক ধরনে মালামালের ক্ষতি হয়েছে। এখন কন্নায় ভাসছেন তসকির মিয়া- আজ এই অসহায় কেটে খাওয়া কৃষকের পাশে নগদ দশ হাজার টাকা অর্থ নিয়ে দাড়িছেন,দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা,হাতিয়া স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি, কুলঞ্জ ইউনিয়নের আগামী দিনের নৌকার কান্ডারী জননেতা রোটারিয়ান একরার হোসেন একরার।
    এ সময় অসহায় তসকির মিয়া নিজের ক্ষয়ক্ষতির জন্যে অনেক দুঃখ প্রকাশ করেন এবং সবার সাহায্য কামনা করেন। নগদ অর্থ প্রধানের সময় উপস্থিত ছিলেন,দিরাই উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহারিয়া আহমেদ শামিম, সাবেক ইউ/পি সদস্য আমির উদ্দিন, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান, হাতিয়া স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য মহিম উদ্দিন,সিলেট জেলা ছাত্রলীগ নেতা সোহাগ আহমেদ, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা, জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সোনাহর মিয়া,মালেক,রুহেল,সহ অনেক নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content