প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৭:৪২:২৫ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সিলেট জেলা ছাত্রলীগ নেতা সোহাগ রাজুর একান্ত উদ্দ্যোগে কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের কিছু গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করেন।
এসময় তিনি বলেন করোনা পরিস্থিতি বিবেচনা করে আমি আমার পরিবারের শপিং এর জন্য রেখে দেওয়া টাকা দিয়েই অসহায় মানুষদের জন্য ইদ সামগ্রী কিনে পাশে দাড়িয়েছে আমাদের উচিত অসহায় মানুষদেরর পাশে দাড়ানো ।এই দূর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাড়াতে এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে সোহাগ রাজু বলেন এই অসময়ে মানুষের পাশে দাড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সকল নেতা কর্মিরা অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেক্ষেত্রে আমাদের সবার উচিত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাড়ানো।
সোহাগ রাজুর এই মহৎ উদ্দ্যোগে এলাকার লোকজন তাকে স্বাগত জানায়।