• করোনা ভাইরাস নিউজ

    রাতের আঁধারে ত্রাণ পাঠালেন শাল্লা উপজেলা চেয়ারম্যান

      প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৭:৩৮:১৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টায় প্রিয় নিউজের সুনামগঞ্জ প্রতিনিধি বিপ্লব রায়ের নিজ ফেসবুক টাইমলাইনে শাল্লায় অসহায় পরিবারের “মানবেতর জীবন যাপন” নিয়ে একটি পোস্ট দেয়া হয়। এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

    পোস্টটিতে উল্লেখ ছিল বাদল রায় অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করছেন। পরিবারের ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো অন্ন যোগানোর সামর্থ নেই। একদিকে বাদল রায় অসুস্থ হয়ে যাওয়ায় পরিবারে আর কেউ উপার্জনক্রম ব্যাক্তি না থাকায় ছেলে মেয়েদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি। এমন অসহায়ত্বের দিকে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের আহ্বান করা হয়।

    পরে রাত ৯টায় উক্ত পোস্টটি শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন) নজরে আসে। এরপর স্বেচ্ছাসেবী বুবাই সরকার ও শিপন দাসের মাধ্যমে রাতের আঁধারে আনন্দপুরের বাদল রায়ের বাড়িতে ত্রাণ পাঠিয়ে সহযোগীতা করলেন। চেয়ারম্যানের এই মহানুভবতায় উপজেলায় এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন। শুধু তাই নয়, উপজেলার প্রতিটি গ্রামগঞ্জে করোনার এই ক্রান্তিলগ্নে জনগনের পাশে দাঁড়িয়েছেন তিনি।

    ত্রাণ পেয়ে বাদল রায় জানান, উপজেলা চেয়ারম্যান মহোদয় সহযোগীতা করে আমাদের পরিবারটিকে বাঁচিয়েছেন। উনার এই মহানুভতার কাছে আমরা চিরঋণী হয়ে গেলাম। কখনো উনার কৃতজ্ঞতাকে ভুলব না।

    0Shares

    আরও খবর

    Sponsered content