• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ৩৮৫-বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৪:৫৮:৫৯ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহ প্রতিনিধি।।  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানারপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে সবজিবাহী গাড়ি থেকে ৩৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব-১৪। সেই সাথে একটি পিকআপ গাড়ি জব্দ করে র‍্যাব সদস্যরা। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রবিবার (১৭ মে) বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

    র‍্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. এফতেখার উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে র‌্যাব-১৪ একটি আভিযানিক দল জেলার মুক্তাগাছা উপজেলার বানারপাড় মেসার্স মুরাদ ব্রিকস এর সামনে অভিযান চলাকালে মো. দুলাল মোল্লা (৩৫) ও মোঃ মোজাহার আলী (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়। এ সময় পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে কাচা সবজির বিতর লুকিয়ে রাখা ৩৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‍্যাব-১৪ অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জরিত থাকার বিষয়টি স্বীকার করেন ও দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও এবং সরবরাহ করে আসছিল। এ চক্রটি ঘটনায় আটক দুই ব্যাক্তির বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ,র‌্যাব ১৪-অধিনায়ক।

    0Shares

    আরও খবর

    Sponsered content