• অনিয়ম / দুর্নীতি

    দোয়ারাবাজারের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তীরবর্তীদের খাসিয়ামারা বালুমহাল ইজারা না দেওয়ার দাবি

      প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:০১:৪২ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে অবস্থিত খাসিয়ামারা নদীর বালুমহাল ইজারা না দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে খাসিয়ামারা নদীবিধৌত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে গণসাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি প্রদান করেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, আলীপুর সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি প্রভাষক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আশিস রহমান। স্মারক লিপিতে জেলা প্রশাসকের নিকট বালু মহাল ইজারা না দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, পাহাড়ি ঢলের কারণে আগাম বন্যায় সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর তীরবর্তী আলীপুর, টেংরাটিলা, আজবপুর, গিরিশনগর, টিলাগাঁও, পশ্চিম টিলাগাঁও, মহব্বতপুর, নূরপুর গ্রামের মানুষ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরইমধ্যে গত ২/৩ বছর ধরে সরকারি ভাবে নদী ইজারা দেওয়ায় অপরিকল্পিতভাবে নদীর তীরবর্তী অংশ থেকে অবাধে বালু উত্তোলনের ফলে দিন দিন নদীর গভীরতা বাড়ছে সাথে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। এতে নদী বিধৌত এলাকার স্বাভাবিক পরিবেশের ভারসাম্য বিনষ্টের পাশাপাশি আশপাশের ১০/১২টি গ্রামের বিস্তৃর্ণ এলাকা, ফসলি জমি, বসতবাড়ি, বাজার, সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ মানুষের স্বাভাবিক জীবন হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদী ভাঙ্গনে খাসিয়ামারা নদীতে নির্মিত রাবার ড্যাম প্রকল্পটিত ভেস্তে যাচ্ছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content