• স্বাস্থ্য বাংলা

    ঠাকুরগাঁওয়ে হোমিওপ্যাথিক গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

      প্রতিনিধি ১৪ মে ২০২০ , ২:২৬:০৮ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: করোনা প্রাদুর্ভাবের এই সময়ে চিকিৎসাসেবা নিশ্চিতকরণের জন্য ঠাকুরগাঁওয়ে হোমিওপ্যাথিক গবেষণা ও স্বাস্থ্য সেবা ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে ।

    বৃহষ্পতিবার বেলা ১২টায় হাজীপাড়াধীন হোমিওপ্যাথিক সেবা কেন্দ্রে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ২১টি ইউনিয়নের মতো পৌরসভায় হাজীপাড়ায় হোমিওপ্যাথিক সেবা কেন্দ্রের মাধ্যমে ফ্রি চিকিৎসা সহায়তা প্রদানের ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
    এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও হোমিওপ্যাথি ও চেম্বার পরিচালক ডাক্তার কামাল হোসেন সহ এসময় এসোসিয়েশনের সকল চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
    করোনা প্রাদুর্ভাবের অন্যান্য চিকিৎসকদের মতোই হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রান্তিক জনগণের পাশে থেকে সেবা প্রদান নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসার তাদের এসোসিয়েশনকে আহবান জানান। সেই আহবানে সাড়া দিয়ে তারা কাজ শুরু করেছেন ।

    আরও খবর

    Sponsered content