প্রতিনিধি ১৪ মে ২০২০ , ১০:৪২:৪২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের উদ্যোগে শাল্লা উপজেলার হতদরিদ্র পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৪মে) বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ( আল-আমীন)। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক পিষুয চৌধুরী, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, চয়ন চৌধুরী, কৃপেন্দ্র দাস, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা অনুপম তালুকদার জিকু,শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা রাজু দাশ,ও সৈনিকলীগ সভাপতি উজ্জ্বল রায়।
উল্লেখ্য শাল্লা উপজেলার ২০০ পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।