প্রতিনিধি ১৩ মে ২০২০ , ২:০০:২৯ অনলাইন সংস্করণ
মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ কোভিট-১৯ এর কারণে বিশ্ব যখন বিপন্ন,মানুষ যখন অভাবের তারণায় দিশেহারা প্রায় নেত্রকোণায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষের পাশে ঈদ সামগ্রী উপহার নিয়ে নেত্রকোণা স্বপ্ন ফাউন্ডেশন।
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন *স্বপ্ন ফাউন্ডেশনের* প্রধান উপদেষ্ঠা,শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও নেত্রকোণা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সার্বিক সহযোগিতায় কোভিট-১৯ দুর্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। উপহার সামগ্রী হিসেবে তিনশত পরিবারের মাঝে পুলাউয়ের চাল,তৈল,চিনি,লবণ,সেমাই,আলু, পেঁয়াজ,ডাল ও আটা নিম্ন আয়ের মানুষের মাঝে বন্টন করা হয়েছে।
শিক্ষা অনুরাগী কামরুন্নেছা আশরাফ আমাদের বলেন, মানুষকে সহযোগিতা করতে পারলে মানসিকভাবে মনের ভিতর আনন্দ উপভোগ করি। ঈদ উপলক্ষ্যে সমাজের বৃত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন।
এই মহৎ কাজে তার সাথে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন,সৈয়দ কাইসার অপু, সালমা রহমান, সাহেলা আক্তার রুবী,ঝনা সাহা,সালমা জাহান,মোঃ রাকিব হোসেন প্রমুখ।
এই বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, কামরুন্নেছা আশরাফ দীনা মামী এমন কর্ম সারা বছর করেন। আমি তার কাছে এমন কর্মের জন্য উৎসাহ পাই।