প্রতিনিধি ২৫ নভেম্বর ২০১৯ , ১২:৫০:১১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর সড়কে মিনিবাস দুর্ঘটনায় প্রায় ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তমধ্যে ১ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,আজ ২৫ শে নভেম্বর রোজ সোমবার দুপুরে সিলেট বাসষ্ট্যান্ড থেকে জগন্নাথপুর উপজেলা সদরের উদেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাস জগন্নাথপুর -বিশ্বনাথ – রশীদপুর সড়কের পীরের বাজার নাচনি নামকস্থানে পৌছামাত্রই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মিনিবাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে জগন্নাথপুর উপজেলার মোল্লার গাঁও গ্রাম নিবাসী মিন্টু চন্দ এর মেয়ে হেলথ কর্মকর্তা সেবন রানী চন্দ ও জগন্নাথপুর উপজেলার আটঘর স্কুলের শিক্ষিকা পুস্পিতা রানী সহ কমপক্ষে ১১ জন যাত্রী আহত হন।তবে অপর আহতের নাম জানা যায়নি। তমধ্যে গুরুতর আহত সেবন রানী চন্দ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে ।