• সারাদেশ

    ঠাকুরগাঁওয়ে বিএমডি’র সেবা গ্রহীতাদের সাথে গণশুনানী

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০১৯ , ১১:০৩:১৪ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০১৯-২০২০ এর আওতায় ঠাকুরগাঁওয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর সেবা গ্রহীতাদের সাথে প্রাথিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

    বিএমডিএ ঠাকুরগাঁও জোনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

    বিএমডিএ ঠাকুরগাঁও জোনের নির্বাহী প্রকৌ: শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএমডিএ পীরগঞ্জ জোনের সহকারী প্রকৌ: খায়রুল আলম, ঠাকুরগাঁও জোনের উপ সহকারী প্রকৌ: তরিকুল ইসলাম , উপ সহকারী প্রকৌ: আনসারুল হক , পরিদর্শক (কৃষি ও বন) আবুল কাসেম সরদার, নাজির হোসেন, বিলকিস আকতার প্রমুক।

    গণশুনানীতে বিএমডিএ’র আওতায় ঠাকুরগাঁও জোনের কৃষক ও সেচ পাম্প অপারেটরদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে মুক্ত আলোচনা করা হয়। এত প্রায় শতাধিক কৃষক ও সেচ পাম্প অপারেটর উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content