• সন্ত্রাসী/চাঁদাবাজি

    বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি ক্যাডার বাহিনীর হামলা ও লুটপাট

      প্রতিনিধি ১১ মে ২০২০ , ৬:৩১:০০ অনলাইন সংস্করণ

    বাকেরগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা প্রয়াত এবিএম সত্তার মাস্টারের সন্তান শফিকুল আজমের ঔষধের দোকানে হামলা ও লুটপাট চালিয়েছে স্থানীয় বিএনপি ক্যাডার মুন্সী বাহিনী।

    উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ১১ মে (সোমবার) সকাল ১১-১৫ মিনিটে এই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় শফিক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় শফিকুল আজম বাদী হয়ে ৪ নারী ক্যাডারসহ ৭ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা যায়, শফিকুলের ভগ্নিপতি সাবেক র‌্যাব কর্মকর্তা (অব.) কাজী নাজমুল ইসলামের সাথে টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল সন্ত্রাসীবাহিনীর অন্যতম ক্যাডার নান্নু মৃধার সাথে। এর জেরে ১১ মে (সোমবার) সকাল সোয়া ১১ টায় স্থানীয় বিএনপি ক্যাডার মুন্সী বাহিনীর নান্নু মৃধা, জাকির, নূরে আলম মৃধা, রুনু মুন্সি, রেখা মুন্সি বকুল মুন্সি, মুন্নি মুন্সি শফিকুলের ওষুধের দোকানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় শফিকুল গালিগালাজ করতে নিষেধ করলে মুন্সী বাহিনীর ক্যাডাররা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত আহত করে। এসময় সন্ত্রাসীরা দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকা লুটে নেয়।

    আরও খবর

    Sponsered content