প্রতিনিধি ১০ মে ২০২০ , ৪:৩২:১৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজারকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, উপানন্দ সরকারের ছেলে নান্টু সরকার(৩৫) ও জুবু সরকার(৪০)।
স্থানীয়া জানান, শনিবার রাতে একই গ্রামের কৃষ্ণকান্ত তালুকদারের ছেলে বিজন তালুকদারের সাথে নান্টু সরকারের কথা কাটাকাটি হয়। এই ঘটনাটিকে স্থানীয় ভাবে মীমাংশা করার জন্য গ্রাম্য সালীশ মাতব্বর আজব আলী দায়িত্বভার নেন। পরদিন সকালে নান্টু সরকার হাওরে গেলে বিজন তালুকদার ক্ষীপ্ত হয়ে সঙ্গীল লোক নিয়ে তাকে মারধর করেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে সংঘর্ষে আহত দু’জনকে দিরাই সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।