• লিড

    ছাতকে একি গ্রামে দুইদিনে দুই বাড়িতে আগুন! নাশকতার সন্দেহ প্রতিপক্ষের দিকে

      প্রতিনিধি ৯ মে ২০২০ , ৮:৫৩:২৭ অনলাইন সংস্করণ

    ভিডিও সংযুক্ত (ভিতরে)

    বিশেষ প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতক উপজেলার আফজালালাবাদ ইউনিয়নের খিদরা গ্রামের বড়বাড়ির খালিছুর রহমানের বাংলা ঘর, গোয়াল ঘর ও খঁড়ের ঘরে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত মালিক। আজ মধ্যরাতে কে বা কারা খঁড়ের গাদায় আগুন লাগালে তা মুহুর্তেই খঁড়ের ঘর পুড়ে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে, আগুনের লেলিহান শিখা বাংলা ঘরেও ছড়িয়ে পড়ে এতে অনেক মালামাল আগুনে পুড়ে যায়।

    তবে রমজানের রাতে অধিকাংশ মানুষ জেগে থাকায় তাৎক্ষণিকভাবে পাড়াপ্রতিবেশিদের সহযোগিতায় গরু ও বাংলা ঘরের মালামাল উদ্ধার করে অন্যত্র সড়িয়ে নিলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া বসত ঘরও রক্ষা পায়।
    তথ্যসূত্রে জানা যায় গতকাল একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ঘরেও আগুন কে বা কারা লাগিয়ে দেয়! এতে উনাদের সন্দেহ দীর্ঘদিন ধরে চলে আসা গ্রামের দ্বন্ধের কারণে প্রতিপক্ষের কেউ হয়তো নাশকতা মূলক তাদের বাড়িতে আগুন দিচ্ছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন গ্রামের প্রতিপক্ষের (নাম প্রকাশ করেননি) হামলা থেকে সৃষ্টি সংঘর্ষ এবং মামলার পরিপ্রেক্ষিতে ভীতি ছড়ানো ও ক্ষতিসাধনের জন্য হয়তো এগুলো করছে, এছাড়াও ক্ষতিগ্রস্থ খালিছুর রহমান আইনের আশ্র‍য় নিবেন বলে জানান, যাতে সত্যিকারের দোষী ব্যক্তিদের খোঁজে বের করা যায়।

    আরও খবর

    Sponsered content

    অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশ সিলেট বিভাগীয় কমিটি গঠনঃ সভাপতি এস এম ওয়াহিদ, সম্পাদক নাজমুল, সাংগঠনিক তুষার

    বরিশালে সেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী তরুণ সংঘ” এর উদ্যোগে ইফতার বিতরন

    পরীমনির সহযোগী চলচ্চিত্অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবিঅভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ। পুরোনো ছবি রাজ আটক, বাসা থেকে মাদক উদ্ধার

    সামাদ পুত্র “ডন”কে আ,লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য করায় জগন্নাথপুরে আনন্দ মিছিল

    সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার

    মৌ’বাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে আলহাজ্ব মতিউর রহমানের শোক প্রকাশ