প্রতিনিধি ৮ মে ২০২০ , ৩:৩৫:১৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: করোনা পরিস্থিতিতে লকডাউন থাকায় দিন দিন কর্মহীন লোকের সংখ্যা বেড়েই চলছে। রমজানের এই মাসে ইফতারী করতেও অনেক পরিবারে হিমশিম খাচ্ছে। তাই মানবতার কথা চিন্তা করে এসব অসহায়দের পাশে দাঁড়িয়েছে শাল্লা ৫ জন স্বেচ্চাসেবক।
তাদের উদ্যোগে ইফতারির সকল সরঞ্জাম তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতারি বিতরণ করা হয়। শুক্রবার উপজেলা সদরে ৫শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উদ্যোগকারী ৫ সদস্য হলেন, হুমায়ুন আহমেদ, তপন সরকার, পলাশ মাহমুদ,বুবাই সরকার,পলাশ সরকার পল্টু। তারা মানবতার কল্যানে এসব কাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে। জানা যায়,
সেচ্ছাসেবকরা নিজে রান্না করে শাল্লা সদরের দরিদ্র পরিবারের মধ্যে ইফতার বিতরন করেন।