• করোনা ভাইরাস নিউজ

    দোয়ারাবাজার সীমান্তে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষজনের পাশে বিজিবি

      প্রতিনিধি ৮ মে ২০২০ , ২:৫৯:১০ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়াঃ সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষজনের পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার(৮ মে)সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ১শত ৬৫পরিবারের মধ্যে খাদ্য সহয়ায়তা ত্রান-সামগ্রী বিতরণ করেন (বিজিবি) সদস্যগন।

    উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা বিওপির অধিনস্থ অঞ্চলে ৩৫ পরিবার,৮নং বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার বিওপির অধিনস্থ অঞ্চলে ৩৫ পরিবার,বাগানবাড়ি বিওপির অধিনস্থ অঞ্চলে ৬০ পরিবার,৭নং লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও বিওপির অধিনস্থ অঞ্চলে ৩৫ পরিবারকে ৬ কেজি চাউল,২ কেজি আটা,১ কেজি ছোলা,১ কেজি ডাল,আধা কেজি লবন,আধা লিটার তৈল মোট ১শত৬৫ পরিবারের নিম্ন আয়ের মানুষজনের হাতে এসব ত্রান-সামগ্রি তুলে দেয়া হয়।

    সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নের মো.মাকসুদুল আলম, গণমাধ্যমকর্মীকে এসব তথ্য নিশ্চিত করেন।

    আরও খবর

    Sponsered content