• করোনা ভাইরাস নিউজ

    শাল্লায় ২শত পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ছাত্রলীগ নেতা ঝুটন

      প্রতিনিধি ৭ মে ২০২০ , ৩:১৭:২১ অনলাইন সংস্করণ

    মৃণাল কান্তি দাস।।  করোনার এ মহা দুর্যোগকালীন সময়ে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলার অসহায় পরিবারগুলোকে আর্থিক ভাবে সহযোগিতা করলেন শাল্লার সন্তান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন।
    বৃহস্পতিবার বিকেল ২ টায় ছাত্রলীগ নেতা মৃন্ময় দাস ঝুটনের উদ্যোগে ও এফডিআরএ এর সহযোগিতায় শাল্লা উপজেলার চারটি ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে অার্থিক সহযোগিতা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন- সুজন তালুকদার, লিংকন রায়,মিন্টু দাস,রুপক সরকার, আমিনুর, নবী, সাজ্জাদ, নাসিম,সুমন,রাজিব ও প্রশান্ত,ও সবুজ তালুকদার । ছাত্রলীগ নেতা মৃন্ময় দাস ঝুটন বলেন আমি শাল্লার সন্তান, শাল্লাবাসীর প্রতি আমার দায়বদ্ধতা থেকেই আমি আমার সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করেছি। সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।আমি ধন্যবাদ জানাচ্ছি এফডিআরএ কর্তৃপক্ষকে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুমহল ও ছোট ভাইদের যারা দূর্যোগের মাঝে কষ্ট করে অার্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content