প্রতিনিধি ৫ মে ২০২০ , ৮:০৬:২৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সরকার কর্তৃক বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সদর উপজেলার কৃষকদের দৃষ্টি আকর্ষন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমার নির্দেশে উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে জানানো হয়েছে।
গতকাল সোমবার পৌর শহর ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নে এ মাইকিং করা হয়। কৃষি কার্ডধারী বোরো ধান উৎপাদনকারী কৃষকরাই কেবল সরকারী গুদামে ধান বিক্রি করতে পারবেন। কেউ অন্য কাউকে নিজের কৃষি কার্ড দিয়ে লেনদেন করলে সেই কার্ড বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। তালিকাভূক্ত কৃষকদের মধ্যে হতে আগামী ৭ মে শহরের অডিটরিয়ামে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হবে এবং উক্ত লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করা হবে। পূর্ব ঘোষনা অনুযায়ী প্রকৃত কৃষকরা গতকাল মঙ্গলবার স্থানীয় উপ সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে নাম অন্তভূক্ত করার আহবান জানানো হয়। লটারির মাধ্যমে অন্তভূক্ত কৃষকরা ব্যাংকে একাউন্ট পেয়ি চেকের মাধ্যমে কৃষকদের একাউন্টে টাকা জমা হবে এবং কৃষকরা তাদের টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন। ধান সংগ্রহ অভিযানে কোন দালাল ফরিয়ারা কোন প্রকার সুযোগ পাবেন না এবং স্বচ্ছতার সাথে ধান সংগ্রহ অভিযান পরিচালনা করা হবে। তারপরেও যদি কোন দালাল এবং ফরিয়ারা কৃষকদের প্রভাবিত করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়। যেকোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার। কৃষকদের সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে উপজেলা কৃষি কর্মকর্তারা মোবাইল নম্বর-০১৭৩৪-৯৯৭৮৪১, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নম্বর- ০১৭২৭৫১০০৯৭। মনে রাখতে হবে কোন অবস্থাতেই কোন মধ্যস্বত্বভোগী দালাল,টাউটরা সেই সুযোগ নিতে পারবেন না বলে জানানো হয় এবং কৃষকরা যেন সরাসরি সরকারের নিকট ধান বিক্রি করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।