প্রতিনিধি ৪ মে ২০২০ , ১০:৪১:২১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত নির্মাণ শ্রমিক দুই যুবক সনাক্ত হয়েছেন। তাদেরকে নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ।
স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সুত্রে জানাযায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাদিপুর গ্রামের সায়েম (ছদ্মনাম) ও রাশেল(ছদ্মনাম) নামক দুই যুবক বিগত ২৪ শে এপ্রিল বানিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে নিজ গ্রামে আসেন।খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম ২৮ শে এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৩ রা মে দিবাগত রাতে প্রতিবেদন আসে ঐ দুই যুবক করোনা পজিটিভ। তাদেরকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনাভাইরাস পজিটিভ দুই যুবক এর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে দেখা গেছে তার শারীরিক অবস্থা এতটা খারাপ নয়। তাই তাদেরকে নিজ নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে । এই দুই যুবক এর বাড়ী সহ আশপাশের ৯ টি বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, করোনা পজিটিভ যুবকদের বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখব। প্রয়োজন হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হবে। এ নিয়ে জগন্নাথপুরে স্বাস্থ্য কর্মী সহ মোট ৬ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন।