• করোনা ভাইরাস নিউজ

    করোনায় দারিদ্রতা বাড়ছে হাওরাঞ্চলে

      প্রতিনিধি ৩ মে ২০২০ , ১০:৫৮:০৮ অনলাইন সংস্করণ

    বিপ্লব রায় : হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ। বর্ষায় চারিদিকে থৈ থৈ পানি। হেমন্তে সবুজ ঘেরা মাঠ। প্রকৃতির এই অপরুপ লীলার কারনেই সুনামগঞ্জকে হাওরকন্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এই অঞ্চলের মানুষ একমাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল। ফলে দারিদ্রতার হারও বেশি। এরপর আবার “মরার উপর খাড়ার ঘাঁ”। সারা বিশ্বজুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের মহামারি। আর এই করোনার প্রভাব পড়েছে হাওরাঞ্চলে।

    সারাদেশ জুড়ে অঘোষিত লকডাউন। এই লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ।

    সুনামগঞ্জে কাজের উপর নির্ভরশীল হয়েই সংসার চালান প্রায় ৬০ ভাগ জনগনে। করোনার এই পরিস্থিতিতে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারন জনগন। তবে করোনার এই মহামারিতে সরকার ত্রাণ সামগ্রী দিয়ে বিভিন্ন ভাবে সহযোগীতা করছেন।

    শ্রমিক রাধন রায় বলেন , গত ২০ দিন ধরে কোনো কোনো কাজ কর্ম না থাকায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। কারন আমি একাই পরিবারের উপার্জনক্রম ব্যাক্তি।

    এদিকে জেলার বাজারগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও করোনার প্রভাব পড়েছে। কারন এই ব্যবসার উপরই তারা দিনাতিপাত করতেন।

    বিশিষ্ট লেখক সুব্রত দাস খোকন জানান, করোনার এই মহামারিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবি মানুষেরা পড়েছে বিপদে। কারন লকডাউনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ রয়েছে। আর কর্মজীবি মানুষদের কাজকর্ম না থাকায় দিন দিন দারিদ্রতা বেড়েই চলছে।

    আরও খবর

    Sponsered content