• লিড

    জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

      প্রতিনিধি ১ মে ২০২০ , ২:১৬:৪৯ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর সভার সচিব মোবারক হোসেন (৫৮) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি…….রাজিউন)।

    সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার সচিব মোঃ মোবারক হোসেন (৫৮) ১ লা মে দুপুর ১১ ঘটিকার সময় শহরের বটেরতল এলাকায় ভাড়া বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুপুরে পৌর ভবনের সামনে নামাজের জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন, মিজানুর রশিদ ভুঁইয়া, ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক প্যানেল মেয়র-২ সুহেল মিয়া, আবাব মিয়া, কাউন্সিলর দ্বীপক গোপ, গিয়াস উদ্দিন মুন্না, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান, মামুন মিয়া, খলিলুর রহমান, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content