প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ২:৪৭:০৬ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া :
পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, এ স্লোগানকে সামনে রেখে – জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ (২৩- ২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্য্যালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বুধবার সমাপনী দিনে করোনা ভাইরাস প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য গর্ভবতী ও প্রসূতি মা, পি-সিএসবিএ, দুঃস্থ মহিলাদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান, আয়রণ ফলিক এসিড টেবলেট বিতরণ, এছাড়াও এতিমখানায় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা ও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে পুষ্টিকর খাবার পরিবেশন করেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ দেলোয়ার হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.দেবাশীষ,ডা. নাহিয়ান ফারুক, ডা. সিফাত আরা সাবরিন, ডা.ছায়ফুুুল ইসলাম, ডা.লুুৎফুন নাহার,ডা.হাসান মাহমুদ, উপজেলা পঃ পঃ কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মিয়া, স্বাস্থ্য পরিদর্শক-ইনচার্জ মোঃ রেজাউল করিম , প্রধান সহকারী মোঃ হানিফ মিয়া, কেয়ার বাংলাদেশ কালেক্টিভ ইমপেক্ট ফর নিউট্রিশন ইনিসিয়েটিভ এর টেকনিক্যাল অফিসার মোঃ আবদুস শুকুর, কেয়ার জিএসকে এর পিও মোঃ ইদ্রিছ আলী প্রমূখ।