প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৭:৩১:২৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৯ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
দিরাই থানা সূত্রে জানা যায়, গতরাত ১১:৩০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল এর নেতৃত্বে এসআই রুপক কর্মকার, এসআই আব্দুল আলিম, এএসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিক্তিতে দিরাই থানাধীন রাজানগর ইউনিয়নের মধুপুর বাজার হইতে জুয়া খেলার সরঞ্জাম সহ ১৯ জন জুয়ারিকে আটক করে।
আটককৃতরা হলেন ১। রাজন মিয়া (২৪), পিতা-মৃত আব্দুল হক, ২। আব্বাস উদ্দিন (৫০), পিতা-মৃত হাফিজ উদ্দিন, ৩। গোলাপ উদ্দিন (৩৭), পিতা-মদরিছ আলী, ৪। তারা মিয়া (৩৮), পিতা-মোঃ মোছন আলী, ৫। মোঃ আসাদ মিয়া (৩৪), পিতা-মৃত আঃ রহমান, ৬। হেলন মিয়া (৩১), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সর্ব সাং-আনোয়ারপুর (ধলুয়া), ৭। শ্যামল দাস (৩৫), পিতা-মৃত রথিন্দ্র দাস, ৮। বাবুল মিয়া (৩০), পিতা-মোঃ আলী আহমদ, ৯। মোঃ আকরাম (২৬), পিতা-মোঃ দিলশাদ মিয়া, ১০। মোঃ পাবেল মিয়া (৩০), পিতা-ইস্তার মিয়া, ১১। মোঃ রুমন মিয়া (৩০), পিতা-ছামির আলী, ১২। মোঃ শাহিন মিয়া (২৯), পিতা-মৃত আঃ মোতালিব, সর্ব সাং গচিয়া, ১৩। মোঃ হারুন মিয়া (৩৮), পিতা-মৃত জাহির আলী, ১৪। মোঃ রবিউল আলম (৩০), পিতা-মৃত আয়াজ উল্লা, ১৫। মোঃ ইমামুল ইসলাম (৩০), পিতা-ফয়জুর রহমান, ১৬। আঃ মজিদ (৬১), পিতা-মৃত আঃ ওয়াজিদ, সর্ব সাং-মধুপুর, ১৭। বশির মিয়া (৩৮), পিতা-আঃ মনাফ, সাং-মির্জাপুর, ১৮। ধনঞ্জয় বিশ্বাস (৫০), পিতা-মৃত অর্জুন বিশ্বাস, সাং-জটিচর, ১৯। মোঃ আকমল হোসেন (৩২), পিতা-মৃত নূর মোহাম্মদ, সাং-বেগমগঞ্জ, সর্ব ইউ/পি-রাজানগর, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ।