• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে পলাতক দুই আসামী গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০১৯ , ৬:৫৭:৫১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  জগন্নাথপুরে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিতেন্দ্র (৩০) ও মাদক মামলার পলাতক আসামী দিলাল(৩৫) কে গ্রেপ্তার করে জেল প্রেরণ করেছে থানা পুলিশ।

    বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই মোঃ শাহীন চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ ২৩ শে নভেম্বর রোজ শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত মাদক মামলার পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন এর আধুয়া গ্রাম নিবাসী মোঃ ফজর আলীর ছেলে মোঃ দিলাল মিয়া(৩৫) কে গ্রেপ্তার করেন।
    অপর দিকে অত্র থানার এএসআই মোঃ মুক্তার হোসেন এর নেতৃত্বে এক দল পুলিশ গত ২২ শে নভেম্বর রোজ শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলায় আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী একই উপজেলার মিরপুর ইউনিয়ন এর লহড়ী গ্রাম নিবাসী দ্বিজেন্দ্র দেব নাথ এর ছেলে জিতেন্দ্র দেব নাথ (৩০) কে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামীদ্ব পুলিশ এর চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
    গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মোঃ শাহীন চৌধুরী বলেন, চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিতেন্দ্র ও মাদক মামলার পলাতক আসামী দিলালকে ২৩ শে নভেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content