• করোনা ভাইরাস নিউজ

    সুনামগঞ্জের শাল্লায় ১ম বারের মতো ৩ জন করোনা সনাক্ত

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৬:৩৯:০৮ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি:: শাল্লা উপজেলায় প্রথমবারের মত তিনজনের শরীরে কোভিড ১৯ পজেটিভ পাওয়া গেছে। করোনায় আক্রান্তকারীরা হলেন, উপজেলার কাশীপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আদিল মিয়া, ইয়ারাবাদ গ্রামের লাল মিয়া ওরফে কামাল মিয়া, শাল্লা সদর হাসপাতালের গাড়ির চালক। জানা যায় এদের শাল্লা থেকে ২৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ল্যাবে পাঠানো হলে এদের মধ্যে তিনজনের নমুনা রিপোর্ট পজেটিভ আসে।

    খবরটি নিশ্চিত করেছেন শাল্লা হাসপাতালের আরএমও ডা. আবুল ফাত্তাহ সাদী। তিনি জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে গতকাল টেস্ট হওয়া ২৪টি নমুনা পাঠানো হয় এর মধ্যে তিনজনের  করোনা ফলাফল পজেটিভ আসে।

    উল্লেখ্য, গতকাল পর্ষন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ৬ জন। সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন ৪ জন অপর ২ জন সিলেট শামস্ উদ্দিন  মেডিকেলে রাখা হয়েছিল।

    এপর্যন্ত জেলায় মোট ১৪ জন করোনা রোগী সনাক্ত করা হলো

    আরও খবর

    Sponsered content