প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:৪৯:৫৩ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও।।ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর পুলিশের হামলা ও লাঞ্ছিত ঘটনা এক এস আই সহ ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানার এএস আই ফজলে রাব্বী ও ৩ পুলিশ সদস্যকে ঠাকুরগাঁও পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ঠাকুরগাঁও সদর থানার এ এস আই ফজলে রাব্বী ও তার সাথে আরো ৩ জন সিপাহী রাস্তায় টহলে ছিল। করোনা সংক্রান্ত নিউজ সংগ্রহ করে সাংবাদিক লিটু শহরের অফিস থেকে বাসায় মোটরসাইকেল যোগে যাচ্ছিল। রাস্তায় তাকে পুলিশ গাড়ি থামাতে বললে গাড়ি থামানোর সাথে সাথেই এ এস আই ফজলে রাব্বীর নিদের্শে দুজন সিপাহী কিছু বলার আগেই সাংবাদিক লিটুকে বেধরক মারপিট শুরু করে ও লাঞ্ছিত করেন। পরবর্তিতে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও এ এস আই রাব্বী ক্ষিপ্ত হয়ে বলে সাংবাদিক হলে আরো বেশি করে পিটাও।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামানকে অবগত করা হলে তিনারা দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাসের প্রদান করেন এবং ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার ঘটনার সাথে জড়িত এএস আই সহ ৩ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ২ আসনের এমপি দবিরুল ইসলাম, ৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কূরাইশী, বিএনপির সভাপতি তৈবুর রহমান. সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিুট, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুর রহমান বাবলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু ও অন্যান্য সদস্যরা, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েসনের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তিব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্থির দাবি জানান তারা।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে জরিত থাকার প্রমান পাওয়ায় এএস আই সহ ৩ জনকে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ গ্রহন করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের প্রতি ব্যাবস্থা গ্রহন করা হবে।