• অর্থনীতি

    ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘রেড স্পাইডরের’ কবলে চা বাগান

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১০:৪৯:৩৫ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন চা বাগানে রেড স্পাইডার রোগের কবলে পড়ে সাধারণ চা উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে।

    গত কয়েকদিনের প্রচণ্ড খরায় শত শত একর জুড়ে ভাইরাস জনিত রোগে চা গাছ আক্রান্ত হয়ে উৎপাদন মারাত্মক ধস নেমেছে। এ কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চা বাগান সংশ্লিষ্টরা সংশয় রয়েছেন।

    রাজাগাঁও ইউনিয়নে চা বাগানের মালিক সরকার মোঃ খাদেমুল ইসলাম জানান, প্রচণ্ড খরায় শতশত একর জুড়ে ভাইরাস জনিত বিভিন্ন রোগে চা গাছ আক্রান্ত হয়ে উৎপাদনে মারাত্মক ধস নেমেছে। তীব্র রোদে চা গাছের কচি পাতা গজাচ্ছে না। যে টুকু কুড়ি পাতা গজাচ্ছে লাল মাকড়সা তা চুষে খেয়ে ফেলছে। এছাড়া রোদে সহজে মাটি গরম হয়ে চা গাছ লালচে বর্ণ ধারণ করেছে। লাল মাকড়সা রোগ প্রতিরোধে কীটনাশক ব্যবহার করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। চা বোর্ড ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরেরের কোন নজরদারী নেই। তাই চোখের সামনে চা গাছ মরে যাওয়া দেখা ছাড়া কিছু করার নাই।

    একই অবস্থা দেখা দিয়েছে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের চা বাগান, আখানগরের চা বাগান, ঢোলারহাট চা বাগান ও ২০ নং রুহিয়া ইউনিয়নের চা বাগানে। প্রথমে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও এখন তা সারা বাগানে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত বছর এ সময় যে পরিমাণ কচি পাতা উৎপাদন হয়েছিল এ বছর তা অর্ধেকে এসে দাঁড়িয়েছে।

    রুহিয়ার চা বাগানের মালিক আবু শাহিন জানান, গত কয়েক দিনের তীব্র রোদে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যা চা গাছ ও কচি পাতার জন্য সহনশীল নয়। এ কারণে তার ৩টি চা বাগান রেড স্পাইডারে ক্ষতিগ্রস্ত হয়েছে। নকল ঔষধ হওয়ায়, ঔষধ ব্যবহারে কোন কাজ হচ্ছেনা।

    ঢোলারহাটে চা বাগানের জুয়েল রানা জানান, গত বছর এ সময়ে যে পরিমাণ চা উৎপাদিত হয়েছিল এ বছর বিভিন্ন রোগ বালাইয়ের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। দেশে বিদেশ থেকে চা আমদানির কারণে চা শিল্প এমনি হুমকির মুখে রয়েছে। প্রাকৃতিক এ বিপর্যয় দেখা দিলে চা শিল্প আরো গভীর সংকটে পড়বে।

    চা বোর্ড ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরেরের কোন নজরদারী নেই প্রশ্নের উত্তরে, ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ মোঃ আফতাব হোসেন বলেন, চা বোর্ড এই বিষয় গুলি দেখেন, আমরা খুব একটা দেখিনা। রেড স্পাইডার কে আমরা বলি রেড মাইক বা লাল মাকর। লোক পাঠিয়ে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানান।

    আরও খবর

    Sponsered content